দুর্বল ৫ ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে সবল ৬ ব্যাংক
আর্থিকভাবে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে শক্তিশালী ছয়টি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এরই মধ্যে আর্থিকভাবে সচ্ছল ছয়টি ব্যাংক দুর্বল পাঁচ ব্যাংককে এক হাজার কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেয়। সেখানে বলা হয়, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলো সীমিত সময়ের জন্য আমানত রাখার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহায়তা করবে।
যদিও কোনো ব্যাংককে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের গ্যারান্টি শক্তিশালী ব্যাংকগুলোকে আশ্বস্ত করেছে। ফলে তারা এই সহায়তা দিতে উৎসাহিত হয়েছে।