২৮ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে
২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ২.১১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৭৯.১০ মিলিয়ন মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১.০৮ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১.৩৩ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে প্রতিদিন গড়ে ৭৭.৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসের রেমিট্যান্স ২.৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।