হরতালের প্রভাবে চট্টগ্রাম বন্দরে কমেছে কন্টেইনার ডেলিভারি

গত ২৯ অক্টোবর (রোববার) দিনব্যাপী হরতালের প্রভাবে কন্টেইনার ডেলিভারি কমেছে চট্টগ্রাম বন্দরে। হরতালের আগের দিনের তুলনায় চট্টগ্রাম বন্দরে ৩৮৫ টিইইউ কন্টেইনার কম ডেলিভার হয়েছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী. ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে কন্টেইনার ডেলিভারি হয়েছে ২১০৬ টিইইউ। অন্যদিকে ২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত কন্টেইনার ডেলিভারি হয়েছিলো ২৪৯১ টিইইউ।
চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ২,৫০০ থেকে ৪০০০ টিইইউ (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট) কন্টেইনার ডেলিভারি হয়।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর ৪২২৬ টিইইউ এবং ২১ অক্টোবর ২৮০৮ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং হয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, "হরতালের প্রভাবে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বিশেষ করে বন্দরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। দেশের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে রাজনৈতিক দলগুলোর এ ধরনের কর্মসূচী থেকে সরে আসা উচিত।"
চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে ২ হাজার আমদানি পণ্যের বিল অব এন্ট্রি এবং ৫ হাজার রপ্তানি পণ্যের বিল অব এক্সপোর্ট দাখিল করে সিএন্ডএফ এজেন্টরা। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট তাদের নিজস্ব অফিসে অনলাইনে এগুলো দাখিল করে।
তবে হরতালের সময়েও ৬৩৩৭টি চালানের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউসে রপ্তানি পণ্যের ৩৪৮৭টি বিল অব এক্সপোর্ট এবং ২৮৫০টি আমদানি পণ্যের বিল এব এন্ট্রি দাখিল হয়।