চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ ব্যয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক বা প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের মাত্র হার মাত্র ৭.৫০ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এর আগে সবশেষ ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাস্তবায়নের হার এর চেয়ে কম হয়েছিল, যা ছিল মোট এডিপি বাজেটের ৬.৭৪ শতাংশ।
এরপর থেকে প্রতি অর্থবছরের ধারবাহিক ৮ শতাংশের বেশি হারে এডিপি বাস্তবায়ন হয়েছিল। এর মধ্যে কেনো অর্থবছরে ১০ শতাংশের বেশিও অর্থ ব্যয় হয়েছিল।
সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক পরিচালক ড. মুস্তফা কে মুজেরী বলেন, 'বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে টাকা ছাপিয়ে অর্থের যোগান দিতে হচ্ছে। আবার রাজস্ব আহরণও লক্ষ্য অনুযায়ী হচ্ছে না। একারণে অগ্রাধিকার ভিত্তিতে অর্থছাড় করছে। আবার নির্বাচনের বছর হওয়ায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত বা নির্বাচন-সংক্রান্ত কর্মকাণ্ড অগ্রাধিকার পাচ্ছে।'
'অন্যদিকে ঠিকাদারদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। কৃচ্ছ্রতাসাধনের কারণে কাজ করে বিল পাবে কিনা- সে বিষয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। একারণেও প্রকল্পের বাস্তবায়ন কাজে ধীর গতি তৈরি হয়েছে। এছাড়া সরকারের এখন পুরো মনোযোগ নির্বাচনে দিকে। ফলে তারা উন্নয়ন কর্মকাণ্ড তদারকির চেয়ে নির্বাচনের সংক্রান্ত কাজে বেশি সময় দিচ্ছে। এতে ফলে এডিবি বাস্তবায়ন হার কমছে,এবং আগামী কয়েক মাসও এডিপি বাস্তবায়নে ধীর গতি থাকবে' বলে ধারণা করছেন এই অর্থনীতিবিদ।