সোনার দাম ভরিতে ১,৯৮৩ টাকা কমল
রেকর্ড বৃদ্ধির পর এবার সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমল। সোমবার (১০ এপ্রিল) দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সোনার বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সে কারণে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়েছে।
সোনার নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ১৬১ টাকা, আগে যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেট সোনার দাম কমিয়ে প্রতি ভরির দাম করা হয়েছে ৯২ হাজার ৬৯৭ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম কমিয়ে প্রতি ভরির দাম করা হয়েছে ৭৯ হাজার ৪৬৩ টাকা।