ডলার সংকট: ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে দায়িত্বে ফেরার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
ডলার বাজার অস্থিতিশীল করে ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অতি মুনাফা করার অভিযোগ উঠেছিল। এ থেকে তাদের অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তারা আগের পদে ফেরার সুযোগ পাচ্ছেন।
ব্যাংকগুলির ব্যবস্থাপনা পরিচালকদেরও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, এ থেকে তাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলি জানিয়েছে।
ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ট্রেজারি প্রধানেরা তাদের সম্পৃক্ততার জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলেও কথা দিয়েছেন। এজন্য বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ট্রেজারি প্রধানরাও কাজে যোগদান করতে পারবেন।
এর আগে গত ৮ আগস্ট ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
তবে ওই একইকারণে আরও ৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। এই ব্যাংকগুলো হলো- এনসিসি, ইউসিবি, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া, এইচএসবিসি এবং ইস্টার্ন ব্যাংক।