স্বল্পমূল্যে বিক্রির জন্য ১.৬৫ কোটি লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

দেশের দরিদ্র এক কোটি পরিবারের মাঝে স্বল্প মূল্যে বিক্রির জন্য ১.৬৫ কোটি লিটার সয়াবিন তেল কিনছে রাষ্ট্রায়ত্ত্ব বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
৩০৫ কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি ভোজ্যতেল রিফাইনারি কোম্পানি থেকে এই তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় তেল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।
সুপার অয়েল রিফাইনারি, সিটি এডিবল অয়েল লিমিটেড ও মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড এসব তেল সরবরাহ করবে।
এছাড়া, টিএসপি ও ইউরিয়া মিলিয়ে মোট ৯০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া ও মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি কিনতে মোট ব্যয় হবে ৬৩৭ কোটি টাকা।
এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১১.২০ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে খরচ হবে ৪৮৯ কোটি টাকা।
২০২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে এসব পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ইবতেদায়ি (১ম ও ২য় শ্রেণি), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, দাখিল স্তরের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, শিক্ষক নির্দেশিকা এবং কারিগরি (ট্রেড বই) শ্রেণির বই রয়েছে এতে।
আবদুল বারিক জানান, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় ঘোড়া উতরা নদীর উপর ১০০২ মিটার দীর্ঘ সেতু নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দিয়েছে কমিটি। ১৪৬ কোটি টাকা ব্যয়ের এই কাজটি করবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।
একইভাবে জামালপুর জেলার সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর উপর ৬০৬ মিটার সেতু নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। ২৫৩ কোটি টাকার এই কাজ পেয়েছে চৌধুরী এন্টারপ্রাইজ ও রাস্ট্রাকচার লিমিটেড।