প্রক্রিয়াজাত মাংস রপ্তানিতে ২০ শতাংশ প্রণোদনা দেবে সরকার

২০ শতাংশ প্রণোদনা পাবে এমন রপ্তানি পণ্যের তালিকায় প্রক্রিয়াজাত মাংসকে অন্তর্ভুক্ত করেছে সরকার।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকিটা সময় এই সুবিধা দেওয়া হবে।
আগের বছরের ন্যায় ৪৩টি পণ্য রপ্তানিতে ১% থেকে শুরু করে সর্বোচ্চ ২০% নগদ সহায়তা দেবে সরকার।
২০২১-২২ অর্থবছরে রপ্তানি প্রণোদনায় নতুন করে চারটি পণ্য যোগ হয়েছিল। সেই চার পণ্যে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হয়।
পণ্য চারটি ছিল দেশে উৎপাদিত বাইসাইকেল ও বাইসাইকেলের যন্ত্রাংশ, চা, সিমেন্ট শিট এবং এমএস স্টিল দ্রব্য।