ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডের লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল এনবিআরের
নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী জানান, পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ আবেদনে বা ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল, ট্যাক্স রিটার্নের সংখ্যা এবং আয়কর আদায় বাড়ানো।
উল্লেখ্য, আগে একজন উদ্যোক্তা শুধুমাত্র ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) এবং প্রাসঙ্গিক ডকুমেন্ট জমা দিয়েই ঋণ নিতে পারতেন।