রপ্তানি আয় সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে ৩০ দিন করলো বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলিকে রপ্তানি আয়ের স্থানীয় মূল্য সংযোজিত অংশ বৈদেশিক মুদ্রায় (ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদিতে) সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সংরক্ষণ করা বৈদেশিক মুদ্রা অন্য ব্যাংকেও স্থানান্তর করতে পারবেন রপ্তানিকারকরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
নতুন নীতির অধীনে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য আমদানি দায় শোধ করা যাবে।
এর ফলে বিভিন্ন ব্যাংকের আমদানি দায় নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য না হারিয়েই পরিশোধ করতে পারবেন রপ্তানিকারকেরা।
আগের নীতিতে পরবর্তী কার্যদিবসেই রপ্তানি আয়ের স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়ন করার বাধ্যবাধকতা ছিল। এরপর এই সময়সীমা গত ৩ আগস্ট জারি করা এক সার্কুলারে ১৫ দিন পর্যন্ত বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক।