ডিজেল ও চাল আমদানির শুল্ক ১০ শতাংশ কমালো সরকার

ডিজেল ও চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার, যা অবিলম্বে কার্যকর হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আজ রোববার (২৮ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এই হারে কর্তনের পর ডিজেল আমদানি শুল্ক নেমে আসবে ২৫ শতাংশে। চালের ক্ষেত্রে হবে ১৫ শতাংশ।
ডিজেলে ঘোষিত ১০ শতাংশের মধ্যে, ৫ শতাংশ আবগারি শুল্ক এবং ৫ শতাংশ অগ্রিম শুল্ক কমানো হয়েছে।
এর আগে জ্বালানির দাম বাড়ানোর পর দেশে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যায়। নিম্ন ও সীমিত আয়ের মানুষকে এই মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে সরকার ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
এর আগে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাল আমদানি নিশ্চিত করতে এর ওপর বিদ্যমান ২৭.৭৫ শুল্ক ও কর সম্পূর্ণভাবে প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।