বিদেশে রপ্তানিযোগ্য ইনসুলেটর তৈরি করতে যাচ্ছে নিটল-নিলয় গ্রুপ

নিটল নিলয় গ্রুপ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কাইনেমেটিক্স ইঙ্ক যৌথভাবে বাংলাদেশে ইনসুলেটর তৈরি করতে যাচ্ছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক বিনিয়োগ হবে ১৪০ কোটি টাকা, সিলেটের ছাতকে প্রথম প্ল্যান্ট স্থাপন করা হবে।
রোববার (১৪ আগস্ট) বিডার অফিসে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।
কাইনেমেটিক্স ইঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুবকর আব্দুল শাকের মেমন ও নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারম্যান আব্দুল মারিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সিরাজুল ইসলাম বলেন, এখানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে।
"৮ থেকে ১০ মাসেন মধ্যে তারা উৎপাদনে যাবে।"
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ বলেন, "আমাদের সেখানে জমি কেনা রয়েছে। ১২.৫ একর যায়গায় এ কারখানা হবে।"