সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকার মেয়াদি ঋণ দিতে পারবে ব্যাংক
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদেরকে (সিএমএসএমই) কেন্দ্রীয় ব্যাংকের ঘেষিত ২৫ হাজার কোটি টাকার স্কিম থেকে মেয়াদি ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।
এখন মেয়াদি ঋণে মাঝারি উদ্যোক্তাদের উৎপাদনশীল শিল্প খাতে সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক।
এছাড়া কটেজ ও মাইক্রো উদ্যোক্তাদের সেবা শিল্প খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দেওয়া হবে। একইসঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদনশীল শিল্প খাতে সর্বোচ্চ ৩ কোটি টাকা, সেবা শিল্প খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ প্রাপ্তির সুবিধা দেওয়া হয়েছে।
বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ১৯ জুলাই সিএমএসএমই খাতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, প্রকল্পের অধীনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে সর্বাধিক ৭ শতাংশ সুদ নিতে পারবে।
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের অধীনে বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। সর্বাধিক ২৫ শতাংশ তারা মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে পারবে।
এছাড়া উৎপাদন ও সেবা খাতে কমপক্ষে ৭০ শতাংশ এবং ব্যবসায়িক খাতে সর্বোচ্চ ৩০ শতাংশ ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।
খেলাপি ঋণগ্রহীতারা এই প্রকল্পের আওতায় ঋণ পাবেন না।