তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়বে: অর্থমন্ত্রী

এক সপ্তাহ আগেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, আগামী দুই মাসে মূল্যস্ফীতি কমে আসবে। কিন্তু তার এক সপ্তাহ পরই আজ তিনি বলেছেন, মূল্যস্ফীতি বাড়বে।
তিনি আগের পূর্বাভাসটি দিয়েছিলেন দুই মাসের পরিসংখ্যানের ভিত্তিতে। ওই পরিসংখ্যান অনুযায়ী গত মাসের মূল্যস্ফীতি তার আগের মাসের চেয়ে সামান্য কমে ৭ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে। কিন্তু জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধির পর আজ অর্থমন্ত্রীকে নতুন পূর্বাভাস দিতে হলো।
অর্থ মন্ত্রণালয় এর আগে পূর্বাভাস দিয়েছিল যে ২০২৪ সাল পর্যন্ত উচ্চ মূল্যস্ফীতি থাকবে।
অর্থমন্ত্রী বুধবার তার কার্যালয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তেলের দাম বাড়লেই সব পণ্যের দাম বেড়ে যায়। আমরা মূল্যস্ফীতির হার কমাতে প্রচেষ্টা অব্যাহত রাখব।'
তিনি বলেন, 'সরকার দরিদ্রদের জন্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
ডলার সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বিশ্বের সর্বত্রই ডলারের দর এখন অস্থিতিশীল অবস্থায় আছে। যারা যুদ্ধে লিপ্ত এবং যারা যুদ্ধের উসকানি দিচ্ছে তারাও একই ফল ভোগ করছে।'
তিনি আরও বলেন, 'আমরা বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছি।'
ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, 'ব্যাংকে ডলার রাখার একটা সীমা আছে। কোনো ব্যাংক যদি সীমার বাইরে ডলার মজুত করে তাহলে সেটা অবৈধ ব্যবসার উদ্দেশ্যেই করেছে।'
৮ আগস্ট প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে অতিরিক্ত মুনাফা করার প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো হচ্ছে—ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক এবং বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি স্বল্প মেয়াদে (২০২৩ সালের ৩য় প্রান্তিক) চূড়ায় উঠবে এবং ২০২৩ সালের শেষের দিকে বিশ্বব্যাপী পণ্যমূল্য কমে আসার সঙ্গে সঙ্গে হ্রাস পাবে পাবে বলে আশা করা হচ্ছে।
কোভিড-পরবর্তী সময়ে রপ্তানির তুলনায় রেমিট্যান্স কমে যাওয়া এবং আমদানি বেড়ে যাওয়ায় দেশে চরম ডলার সংকট দেখা দেয়। আজ (১০ আগস্ট) খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১৯ টাকায় পৌঁছেছে।
আর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সোমবার মার্কিন ডলার লেনদেন হয়েছে ৯৫ টাকায়।
খোলাবাজারে ডলারের কারসাজি নিয়ন্ত্রণে ২ আগস্ট পর্যন্ত ৮০ জন মানি চেঞ্জারের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকও পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছে।