৪ মে থেকে সচল হচ্ছে মালয়েশিয়ার অর্থনীতি
আগামী ৪ মে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক গতিতে ফেরানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে দিয়ে লকডাউন শিথিল করে অর্থনীতিকে ফের উন্মুক্ত করা দক্ষিণ-পূর্ব এশিয়ার সাম্প্রতিকতম দেশের খাতায় যোগ হলো মালয়েশিয়ার নাম।
মূলত স্থানীয় ব্যবসায়িক উদ্যোগগুলোর অস্তিত্ব রক্ষা করে কর্মসংস্থান বাঁচাতেই দেশটি এমন উদ্যোগ নিল।
আজ শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।
ওই ভাষণে শর্তসাপেক্ষে অর্থনীতির সকল খাতকে খুলে দেওয়ার ঘোষণা দেন তিনি। গত ৪০ দিন ধরে ভাইরাসের বিস্তার রোধে চালু করা লকডাউনে দেশটির সকল স্কুল-কলেজ এবং জরুরি পণ্য ছাড়া অন্যান্য ব্যবসায়িক খাত বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হছে সকল প্রকার গন-জমায়েতও।
তবে মুহিউদ্দিনের ঘোষণার মধ্য দিয়ে এই অচলাবস্থার অবসান হতে চলেছে।
তবে দেশটির প্রধানমন্ত্রী সকল প্রকার সামাজিক গণজমায়েত নিয়ন্ত্রণের আওতায় থাকবে বলেই জানান। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোও যথারীতি পূর্ব ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি আন্তঃরাজ্য ভ্রমণের ওপরেও চলাচল নিষেধাজ্ঞা বজায় থাকবে।
মুহিউদ্দিন বলেন, 'অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার মানে হলো দেশের আয়ের উৎসও বন্ধ করে দেওয়া। এই অবস্থায় সরকার রাজস্ব আদায় করতে পারেনা, শিল্পখাত প্রবৃদ্ধির সুযোগ বঞ্চিত হয়। তবে আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো; বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে হাজারো কর্মীর চাকরি চলে যেতে পারে। আমরা এমন পরিস্থিতি এড়াতে চাই।'
এসময় তিনি সতর্ক করে বলেন, কিছু কিছু দেশে কোয়ারেন্টিনের পদক্ষেপ শিথিল করার পরপরই সেখানে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বেড়েছে। তাই প্রেক্ষাগৃহ, কারাওকে জয়েন্ট, ক্লাব, বাণিজ্যিক সম্মেলন, এবং (শিল্প,বানিজ্য) প্রদর্শনীর মতো বাণিজ্যিক কর্মকাণ্ড এখনই চালু করার অনুমতি দেওয়া হবে না।