১০ হাজার কোটি টাকা করোনা মোকাবেলায়
নতুন বাজেট ঘোষণায় আগামী অর্থবছরে কোভিড-১৯ মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় সাড়ে ৫ হাজার কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন চলছে কোভিড-১৯ মোকাবেলায়।
একইসঙ্গে স্বাস্থ্য-শিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণা উন্নয়নে একটি 'সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল' গঠন করার প্রস্তাব করা হয়েছে। এই তহবিলের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য খাতের অভিজ্ঞ গবেষক, পুষ্টিবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও সুশীল সমাজ ও অন্যান্য প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে এ গবেষণা তহবিল পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।