লিটারে ২ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
দেশে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ২ টাকা বেড়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১৪১ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। পরে অবশ্য রোজা ও মহামারিকালে ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তারা লিটারপ্রতি ৩ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত মার্চে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৩৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১১৭ টাকায় বিক্রি হলেও এখন থেকে তা ১১৯ টাকায় বিক্রি হবে।