লকডাউনে খোলা থাকছে ব্যাংক
একদফা সার্কুলার দিয়ে লকডাউনে ব্যাংক বন্ধের ঘোষণা দেওয়ার পর মন্ত্রীপরিষদের অনুরোধ আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ব্যাংকিং খাত সচল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশে কার্যক্রম চালানো সকল তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।
ওই নির্দেশনায় বলা হয়, "১৪ এপ্রিল ২০২১ হতে ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত দৈনিক ব্যাংকিং সময়সূচী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে।"
এর আগে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
এর একদিন পর আজ মঙ্গলবার বিকেলে ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বদল আনতে আরেকটি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারপর বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যাংক চালুর নির্দেশ দেয়।
সেখানে আরও বলা হয়, "বিধিনিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় কার্যালয় / প্রধান শাখাসহ সকল অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা রাখতে হবে। সিটি কর্পোরেশন এলাকাধীন প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা খোলা রাখতে হবে। তাছাড়া এসময়ে উপজেলা পর্যায়ে কার্যরত প্রতিটি ব্যাংকের একটি শাখা বৃহস্পতিবার, রবিবার এবং মঙ্গলবার খোলা রাখতে হবে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।"