রপ্তানিকারকরা সরাসরি বিদেশে নথি পাঠাতে পারবে
রপ্তানিকারকরা বিদেশী আমদানিকারকদের নিকট কিংবা প্রতিনিধির কাছে রপ্তানির নথিপত্র নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেলে পাঠাতে পারবে।
রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার ইস্যু করে সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, রপ্তানিকারক সরাসরি বিদেশে রপ্তানির ডকুমেন্ট পাঠাতে পারবেন। তবে সে ক্ষেত্রে কয়েকটি শর্তপালন করতে হবে।
যার মধ্যে, মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকা, অন্যতম শর্ত। তবে সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।
এর আগে, ব্যবসায়ীদের পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর বিধান ছিল।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে বিকেএমইএ'র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, বিদেশী ক্রেতার চাহিদা অনুযায়ী রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে প্রেরণের রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে রপ্তানিকারকদের জন্য নীতিমালা সহজ হয়েছে।
ঘোষিত নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রপ্তানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে, বিদেশী ক্রেতার শর্তানুযায়ী রপ্তানিকারক নিজেই বিদেশে নথি প্রেরণ করতে পারবে। এডি ব্যাংক রপ্তানি আয়প্রাপ্তির পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।