মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে
বুধবার থেকে সাত দিনের কড়া লকডাউন এর আগে গ্রাহকদের অতিরিক্ত চাপ সামাল দেয়ার কথা বিবেচনায় নিয়ে মঙ্গলবার ব্যাংক লেনদেনের সময়সীমা দুই ঘন্টা বাড়ানো হয়েছে।
ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর লেনদেন সংক্রান্ত আনুষাঙ্গিক কাজ করতে ব্যাংকারদের বিকেল ৫টা পর্যন্ত অফিসে থাকতে হবে।
সোমবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধতন কর্মকর্তা।
তিনি জানান, যেহেতু বুধবার নতুন করে লকডাউন শুরু হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে, সেজন্য মঙ্গলবার লেনদেনের সময় দুই ঘন্টা বাড়ানো হয়েছে।
১১ এপ্রিল ১২ ও ১৩ এপ্রিলের জন্য আধ ঘন্টা বাড়িয়ে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘন্টা ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল।
এর আগে গত ৪ এপ্রিল প্রথম ধাপের লকডাউন এর জন্য ব্যাংকের লেনদেন সময়সীমা সীমিত করে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
১৪ এপ্রিল থেকে লকডাউনে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথ খোলা থাকবে। কার্ডে লেনদেন ও ক্ষেত্রে বিশেষে ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থাও চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।