ব্যাংক ডিপোজিটে কালো টাকা ব্যবহারের সুযোগ
প্রথমবারের মতো কালো টাকা ব্যাংকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে সরকার। তারল্য সংকট ও অন্যান্য বোঝা থেকে বেরিয়ে আসতে ব্যাংকিং খাতকে সহযোগিতা করতেই এমন প্রস্তাব রাখা হয়েছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে।
সরকার কালো টাকা বিনিয়োগের অনুমতি দেওয়ায় ব্যাংকিং খাতে আমানতের প্রশ্নে প্রাণ ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সব ধরনের আর্থিক খাতে কালো টাকা বিনিয়োগ অনুমোদনের প্রস্তাব দিয়েছেন।
সেক্ষেত্রে ক্যাশ, ব্যাংক ডিপোজিট, ফিন্যান্সিয়াল স্কিম ও ইনস্ট্রুমেন্ট এবং সব ধরনের ডিপোজিট, সেভিং ডিপোজিট, সেভিং ইনস্ট্রুমেন্ট কিংবা সার্টিফিকেটে কালো টাকা বিনিয়োগ করা যাবে। তবে সেজন্য দিতে হবে ১০ শতাংশ কর।