বাজেট ২০২০-২১: যেসব বিষয়ে অগ্রাধিকার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। এতে স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের পরপরই, দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কৃষিখাতকে।
করোনাভাইরাস মহামারির সময়ে দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউনের কারণে খেটে খাওয়া গরিব মানুষের কষ্ট লাঘব করতে সামাজিক নিরাপত্তাকে তৃতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
এরপরই তিনি অগ্রাধিকার দিয়েছেন কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ উন্নয়নের ওপর।