বাংলাদেশ থেকে ভারতে গেল ১২ মেট্রিক টন ইলিশ মাছ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে গেল ১২ মেট্রিক টন ইলিশ মাছ। সোমবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকযোগে এই মাছ রপ্তানি করা হয়।
মাছগুলো রপ্তানি করে খুলনার জাহানাবাদ ফিস লিমিটেড। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নিলা এন্টার প্রাইজ।
বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, সোমবার ১২ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়।
মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবীর তরফদার।
জানা গেছে, সরকার এক হাজার ৪৭৫ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। ৯টি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এই মাছ রপ্তানি করবে।