ফের বাড়লো স্বর্ণের দাম
দুই দফা দাম কমার পর পুনরায় বাড়েলা স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম ১৭৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। যা ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, করোনার কারণে তৈরি অর্থনৈতিক সংকট, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধেত কারণে ইউএস ডলারের মান কমেছে। তেল দরপতনসহ আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। যে কারণে বাজুস দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি র্স্বণ বিক্রি হবে ৭৪,০০৮ টাকায়, যা আগে ছিল ৭২২৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি র্স্বণ কিনতে খরচ করতে হবে ৭০,৮৫৮ টাকা যা আগে ছিল ৬৯১০৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি র্স্বণ বিক্রি হবে ৬২,১১০ টাকা যা আগে ছিল ৬০৩৬১ টাক। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি র্স্বণের দাম পুনর্নিধারণ করা হয়েছে ৫১৭৮৮ টাকা যা আগে ছিল ৫০০৩৮ টাকা। তবে রূপার মূল্য অপরির্বতিত রয়েছে। উল্লেখ্য এর আগে গত ১৩ ও ২১ আগষ্ট র্স্বণের দাম কমিয়েছিল বাজুস।