প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের ঋণ সুবিধার মেয়াদ বাড়ল
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ সুবিধার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।
গ্রাহকরা এ স্কিমের আওতায় তিন বছরের মধ্যে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। আগে এ সুবিধা এক বছরের জন্য ছিল।
নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের ঋণ সুবিধার মেয়াদ এক বছর অতিক্রম হওয়ায় অনেক গ্রাহক তহবিলের আওতায় ঋণ সুবিধা পাচ্ছেন না। এতে প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনতে নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
একজন গ্রাহক ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একাধিকবার এই ঋণের সুবিধা গ্রহণ করতে পারবে। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন, জাহাজীকরণের তারিখের পর সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস)- এর মধ্যে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে, যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।
এর আগে গত বছরের ১৩ এপ্রিল একই বিভাগ থেকে সার্কুলার জারি করে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়।
তিন বছর মেয়াদী এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার হবে ৬ শতাংশ। যেকোনো খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য এই তহবিল উন্মুক্ত থাকবে।