পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনীতিতে বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না বলে জানিয়েছে ইউরোপের দেশ সুইডেন।
বুধবার দুপুরে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সকল স্বাস্থ্য বিধি মেনে রফতানিমূখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।
ইউরোপের দেশ সুইডেনে ২০১৬-১৭ অর্থবছরে ৪৯২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল ৫৩৩ দশমিক ০৯ মিলিয়ন এবং ২০১৮-১৯ অর্থবছরে ৬৫২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।