পর্যটনে বিপুল প্রভাব ফেলে উইকিপিডিয়ায় সম্পাদনা
পর্যটক আকর্ষণে হাজারো রকম বিজ্ঞাপনের দেখা মেলে; ঝকমকে সব ওয়েবসাইট বা হাতে হাতে বিলি করা রঙিন লিফলেটে। তবে, অনেক সময় প্রতিযোগিতার তাড়নায় সাধারণ এবং ফলপ্রসূ উপায়টিই উপেক্ষিত হয়। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, কোনো অঞ্চলের পর্যটন প্রধান চাইলেই খুব সহজেই নিজ শহরে পর্যটক আকর্ষণ করতে পারেন। এজন্য শুধু তার এলাকার উইকিপিডিয়া পেজটি কিছুটা সংস্কার করলেই চলবে।
ইতালির তুরিন শহরের কলেজিও কার্লো আলবার্তো এবং জার্মানির ম্যানহেইমে অবস্থিত জিউ ইনস্টিটিউডের অর্থনীতিবিদেরা এক পরীক্ষায় লক্ষ্য করেন যে, উইকিপিডিয়া পেজের খুব সাধারণ কিছু সম্পাদনা একটি ছোট শহরের পর্যটন থেকে আয় বাৎসরিক এক লাখ পাউন্ড বাড়াতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা।
পরীক্ষার অংশ হিসেবে গবেষকরা স্পেনের কিছু শহরের উইকিপিডিয়া পেজ উন্নয়নের সিদ্ধান্ত নেন। স্থানগুলোর ইতিহাস এবং আকর্ষণ স্থলগুলো সম্পর্কে তারা কিছু তথ্যবহুল প্যারাগ্রাফ যোগ করেন। সঙ্গে দেন স্থানীয় পরিবেশের কিছু উচ্চমানের ছবি।
এজন্য দরকার হয়নি কোনো ওয়েব বিশারদের । শুধু পেজের বেশিরভাগ কন্টেন্ট স্প্যানিশ থেকে ফেঞ্চ, জার্মান, ইতালিয়ান বা ডাচ ভাষায় অনুবাদ করা হয়েছিল।
এই ভাষান্তর ও সংযোজন অসাধারণ কিছু ফল দিয়েছে। পরবর্তীতে দেখা গেছে, যেসব শহরের উইকিপিডিয়া পেজে মাত্র দুই প্যারাগ্রাফ লেখা এবং একটি ছবি সংযোজন করা হয়েছিল; ওইসব শহরে পর্যটন মৌসুমে ভ্রমণকারীদের রাত কাটানোর পরিমাণ ৯ শতাংশ বেড়েছে।
কিছু কিছু ক্ষেত্রে এর পরিমাণ ছিল আরও বেশি। বিশেষ করে, আগে যেসব শহরের নামকাওয়াস্তে উইকি পেজ ছিল, তাদের ক্ষেত্রে সামান্য কিছু সংযোজন পর্যটকের সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়িয়েছিল।
'যদি আমরা এটি পুরো পর্যটন শিল্পে প্রসারিত করি তবে প্রভাবটি বড় হতে পারে' লিখেছেন গবেষণা নিবন্ধের লেখক; মারিত হিনোস্যার, টমাস হিনোস্যার, মাইকেল কুম্মার এবং ওলগা স্লিভকো। খবর দ্য গার্ডিয়ানের।
তারা জানান, 'এ প্রভাব শত শত কোটি ইউরো হতে পারে।' অর্থাৎ, তারা পর্যটন শিল্পে এক বিপুল বিকাশের সম্ভাবনার প্রতি ইঙ্গিত করছেন।
উকিপিডিয়া এমন একটি তথ্যকোষ যেখানে স্বেচ্ছাসেবী হিসেবে যে কেউ লিখতে বা সম্পাদনা করতে পারেন। সেখানে বিশেষ কিছু বিষয়ে সামান্য পরিমাণ আকর্ষণীয় তথ্য যোগ করলেই, তার আর্থিক সুফল হতে পারে অসাধারণ।
ইতিবাচক ফলাফল বিপুল হওয়ার কারণেই এখন প্রশ্ন উঠছে, পৃথিবীর অন্যান্য শহর নিজ উদ্যোগে এমন সম্পাদনার উদ্যোগ কেন নেয় না? গবেষকরা যোগ করেন।
তবে উইকিপিডিয়ার নিজস্ব কিছু সীমাবদ্ধতাও এমন প্রশ্নের কিছুটা উত্তর দেয়। যেমন ডাচ ভাষান্তরিত পেজের সম্পাদনাগুলো সাইট থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলে তথ্যকোষটি। বাধ্য হয়েই ইতালিয়ান, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় অনূদিত পেজের পরিধি বাড়ান গবেষকরা।
ডাচ ভাষায় এই বৈষম্যের কারণ, উইকিপিডিয়ার ডাচ সাইটের একজন শীর্ষ সম্পাদক পরীক্ষার বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গেসঙ্গেই তিনি গবেষক দলের সকল আপডেটমূলক তথ্য ব্যান করেন। উইকিপিডিয়ায় বাণিজ্যিক সম্পাদনা অনুমোদিত নয়, তাই অর্থনৈতিক গবেষণার অংশ হিসেবে এমন সংযোজনের অনুমোদন দেওয়া হয়নি।