নভেম্বরে ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয়
গত নভেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় ২৫.২৫ শতাংশ কমেছে প্রবাসী আয় প্রবাহ। যা গত দেড় বছর বা ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম।
গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ডলার। আগের বছরের একই মাসে ২.০৭ বিলিয়ন ডলার আয় দেশে পাঠান প্রবাসীরা।
আজ বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যানুসারে এ বিষয়ে জানা যায়।
চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে আগস্ট সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৮৪০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ কমেছে।
গেল ২০২০-২১ অর্থবছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়ে ২৬০ কোটি ডলারে পৌঁছায়, যা ছিল আগের বছরের চেয়ে ৬২.৫ শতাংশ বেশি।
উল্লেখ্য, গেল অর্থবছরে মহামারির প্রকোপের মধ্যেও বাংলাদেশমুখী প্রবাসী আয় রেকর্ড পরিমাণে বৃদ্ধি লাভ করে। এসময় মোট রেমিট্যান্স আসে ২ হাজার ৪৭৮ কোটি ডলার।