ডিজেলের দাম এক দশকে সর্বোচ্চ
দেশে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। ২০০৮ সালের পর এটিই সর্বোচ্চ বৃদ্ধি।
২০১৩ সালে পরিশোধিত জ্বালানির (ডিজেল) দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারকে ছাড়িয়ে গিয়েছিল। তখন দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ১১.৪৭ শতাংশ। তবে এবারের ২৩ শতাংশ বৃদ্ধি ২০১৩ সালের ১১.৪৭ শতাংশ বৃদ্ধির দ্বিগুণ।
গত এক দশকে দেশে ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা, ৩ টাকা, ৪ টাকা এবং সর্বোচ্চ ৭ টাকা পর্যন্ত বেড়েছে।
চলতি বছরের ৩ নভেম্বর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেলের দাম ২৩.০৮ শতাংশ বাড়িয়েছে; ফলে লিটার প্রতি দাম বেড়েছে ১৫ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ দাম বাড়ানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিশেষজ্ঞ ও কর্মকর্তা বলেন, জ্বালানি তেলের ওপর কর কমানো গেলে দাম বৃদ্ধি এড়ানো যেত বলে তারা মনে করেন।
এদিকে, জ্বালানি ও খনিজ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান বলেন, কর কমানোর অনুরোধ করা হয়নি; কারণ এটি সরকারের রাজস্ব কমিয়ে দেবে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে প্রভাবিত করবে।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এটি দেশের ডিজেলের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি নয়।
"২০০৭ সালের জুলাইয়ে ডিজেলের দাম ৩৭.৫ শতাংশ বেড়ে লিটার প্রতি ৪০ টাকা থেকে ৫৫ টাকা হয়েছিল," তিনি বলেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জ্বালানি আমদানিকারক ও পরিবেশক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সূত্র জানায়, সরকার বিভিন্ন কর কাঠামোর অধীনে জ্বালানি রাজস্বের প্রায় ৩০ শতাংশ সংগ্রহ করে থাকে।
২০২০-২০২১ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড জ্বালানি বিক্রি থেকে পেয়েছে ৯ হাজার কোটি টাকা।
এদিকে, জ্বালানির দাম বৃদ্ধি নাগরিকদের দৈনন্দিন ব্যয়ের পরিমাণও বৃদ্ধি করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার কর্মীরা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, "জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো যুক্তি নেই; পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। আমাদের দাম বৃদ্ধির সঙ্গে অন্য কোনো দেশের জ্বালানির দামের তুলনা করা যায় না।"
তিনি আরও বলেন, মহামারির এই সময়ে সরকারের উচিত নাগরিকদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করা।
২০১১ সালের মে মাসে, প্রতি লিটার ডিজেলের দাম ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৬ টাকা করা হয়েছিল। একই বছর সেপ্টেম্বর, নভেম্বর ও ডিসেম্বরে তিনবার দাম ৫ টাকা করে সমন্বয় করা হয়।
২০১৩ সালের জানুয়ারিতে, জ্বালানির দাম আবারও ৭ টাকা বাড়ানো হয়েছিল। তবে ২০১৬ সালে প্রতি লিটারের দাম ৩ টাকা কমিয়ে ৬৫ টাকায় নির্ধারণ করা হয়।
৩ নভেম্বর ১৫ টাকা বৃদ্ধির পর এখন লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮০ টাকায়।