গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে ৩.৭৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভূক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের রাজস্ব আয় বেড়েছে। কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে ৩.৭৫ শতাংশ।
প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৩,৬১৬.৮৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৩,৪৮৬.২৩ কোটি টাকা।
এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১০৬৮.৯৮ কোটি টাকা। যা এর আগের বছর ছিল ৮৪৯.৬৪ কোটি টাকা। সেই হিসাবে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ২৫.৮১ শতাংশ।
কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ৭.৯২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩৬.৩১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৮.৪০ টাকা।