এপ্রিলে ২৪ লাখ গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটরগুলো

করোনাভাইরাসের দাপটে বিশ্বব্যাপী অর্থনৈতিক গতি যখন মন্থর, এরই মাঝে দেশের মোবাইল টেলিফোন অপারেটররা এপ্রিল মাসে ২৪ লাখ গ্রাহক হারিয়েছে।
মার্চে গ্রাহকসংখ্যা ছিল ১৬৫.৩৩৭ মিলিয়ন ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। এপ্রিলের শেষে সেটি কমে দাঁড়ায় ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজারে।
অপারেটরগুলোর মধ্যে গ্রামীণফোন ৯ লাখ ৭০ হাজার, রবি ৮ লাখ ৭০ হাজার ও বাংলালিংক ৪ লাখ ৯০ হাজার গ্রাহক হারিয়েছে।
এ সময়ে ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও উল্লেখযোগ্য মাত্রায় কমেছে।
মার্চের শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার। এপ্রিল শেষে সেটি কমে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে দাঁড়ায়।