একদিনে ৪২৮৮১ কোটি টাকা ক্ষতি মুকেশ আম্বানির

তেলের দাম ৩১ শতাংশ কমায় এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা হারালেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। সেই খেতাব গেল জ্যাক মা'র কাছে। সোমবার ৫.৮ বিলিয়ন ডলার বা প্রায় ৪২৮৮১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির- জানিয়েছে ব্লুমবার্গ। এর ফলে ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সে এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে চলে গেলেন মুকেশ আম্বানি।
২০১৮ সাল পর্যন্ত প্রথম স্থানে ছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তারপর তাকে ছাপিয়ে যান আম্বানি। কিন্তু এবার তেলের শেয়ারে পতনের ফলে ফের শীর্ষস্থান চলে গেল তার। জ্যাকের মোট সম্পদ মুকেশ আম্বানির চেয়ে ৩.৬ বিলিয়ন ডলার বেশি। খবর হিন্দুস্তান টাইমসের।
সৌদি আরব ও রাশিয়ার মধ্যে রেশারেশির জেরে ২৯ বছরের মধ্যে তেলের দাম সবচেয়ে কমে গেছে। একই সঙ্গে করোনা ভাইরাসের ফলে হুহু করে কমছে জ্বালানির চাহিদা। ভাইরাসটির প্রভাবে আলিবাবার ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চাহিদা বাড়ছে ক্লাউড কম্পুটিং সার্ভিসেস ও মোবাইল অ্যাপসের।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১২ শতাংশ কমেছে সোমবার। এ বছর মোট ২৬ শতাংশ কমেছে রিলায়েন্সের শেয়ার। শুধু মুকেশ আম্বানি নয়, অন্য যেসব ধনকুবের তেলের ব্যবসা রয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হ্যারোল্ড হ্যাম ও জেফ হিল্ডেব্যান্ড।
সৌদি আরবের অ্যারমাকোর সঙ্গে চুক্তি করে ২০২১ সালের শেষের মধ্যে নিজেদের মোট ঋণ মেটাতে চান মুকেশ আম্বানি। তার এই পরিকল্পনা সফল হয়ে কি না, সেই দিকে নজর থাকবে বাজারের।