আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বেড়েছে
জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন (এনবিআর) দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজস্ব বোর্ড এনিয়ে একটি গ্যাজেট প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআর এর একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে রিটার্ন জমা দিতে আরও ১৫ দিন সময় পাবেন করদাতারা। আজই ওই কর্মকর্তা জানান, মহামারির কারণে অনেক করদাতাই নির্ধারিত সময়ে কর রিটার্ন ফাইল জমা দিতে পারেননি। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।
নাম না প্রকাশের শর্তে এনবিআর এর অপর এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিন) সংখ্যা ৬৭ লাখ। তাদের মধ্যে ২৫ লাখ গত ২৯ নভেম্বর পর্যন্ত কর রিটার্ন ফাইল জমা দিয়েছেন।
উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়া টিন নম্বরধারী সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন ফাইল জমা দিতে হয়। প্রতিবছর নভেম্বরের ৩০ তারিখের মধ্যেই রিটার্ন ফাইল জমা নেয় এনবিআর।