আড়াই লাখ কোটি ডলার সহায়তা চাইলো জাতিসংঘ

কোভিড-১৯ ভাইরাসে বিপর্যয়ের শিকার উন্নয়নশীল দেশগুলোকে বিপুল পরিমাণ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সহযোগী সংস্থা-আঙ্কটাড। ভাইরাসের কারণে এসব দেশের বিপুল সংখ্যক মানুষ অকল্পনীয় অংকের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলেও জানানো হয়।
তাই বিশেষ অর্থনৈতিক সহায়তা প্যাকেজের আওতায় এসব দেশকে আড়াই লাখ কোটি ডলার দিতে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী এবং ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গত সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, বিশ্ব মহামারির কারণে উন্নয়নশীল দেশগুলোকে স্বাস্থ্যখাতের দুর্যোগ এবং অর্থনৈতিক বিপর্যয় দুটোই একসঙ্গে মোকাবিলা করতে হবে।
'এত বড় দুটি বিপদ একযোগে মোকাবিলা করার সক্ষমতা উন্নয়নশীল দেশগুলোর নেই। এতে তাদের জন্য জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করাও অসম্ভব হয়ে পড়বে' বলছিলেন দুজারিক।
এজন্যেই আঙ্কটাড প্রস্তাবিত প্যাকেজের আওতায় সহজশর্তের নগদ ঋণ, পুরোনো ঋণ মওকুফ এবং শক্তিশালী অর্থনৈতিক পুনঃরুত্থানের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।