আরও বেশি শ্রমিক যাবে সৌদিতে: বায়রা প্রেসিডেন্ট
রিক্রুটিং এজন্সিগুলো সৌদি আরবে আরও বেশি শ্রমিক পাঠানো ও মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধরের বিষয়ে আশাবাদী।
বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) প্রেসিডেন্ট বেনজির আহমেদ মঙ্গলবার ঢাকায় বায়রা অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আশাবাদ ব্যক্ত করেন।
“সৌদি আরবে নারী শ্রমিকদের ওপর নিপীড়নের বিষয়গুলো যাতে না ঘটে সেজন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছি”, জানালেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে এজেন্সিগুলোর সভা হয়েছে বলেও জানালেন বেনজির।
তিনি আরও বললেন, “এখান থেকে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি না আমরা। নারী শ্রমিকদের ওপর নিপীড়নের জন্য সৌদি নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”
বায়রার প্রধান মনে করেন, নারী শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধ হলে সেখানে আরও বেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে তিনি বললেন,“আগে মালয়েশিয়া-বাংলাদেশ দু’দেশেই শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা নেওয়া হত। কিন্তু এখন শুধু বাংলাদেশেই ওদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেবার ব্যবস্থা চালু করতে উদ্যোগ নিয়েছি আমরা।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রবাসে শ্রমিক পাঠানোর খরচ কমাতেও তারা উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন তিনি।