আবার বিয়ে করলেন বিলিওনিয়ার ম্যাকেঞ্জি স্কট
দ্বিতীয়বার বিয়ে করলেন বিশ্বের এক নম্বর ধনী নারী ম্যাকেঞ্জি স্কট। ২০১৯ সালে অ্যামাজনের সিইও জেফ বেজোসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
স্কটের বর্তমান স্বামী ড্যান জেওয়েট সিয়াটলের একজন স্কুল শিক্ষক। জেওয়েট এ সপ্তাহেই 'গিভিং প্লেজ' নামে একটি মানবসেবা সংগঠনের জন্য করা ওয়েবসাইটে নিজেদের বিয়ের কথা জানিয়েছেন। 'গিভিং প্লেজ' মূলত বিশ্বের ধনী ব্যক্তিদেরকে তাদের সম্পদ দান করার মধ্য দিয়ে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য উৎসাহিত করে থাকে।
জেওয়েট লিখেন, 'আমি বিশ্বের সবচেয়ে উদার এবং দয়ালু এক নারীকে বিয়ে করেছি এবং তার বিপুল সম্পদ মানবসেবায় কাজে লাগানোর অভিযাত্রায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমি ম্যাকেঞ্জির সঙ্গে এই যাত্রাকে আরো সমৃদ্ধ ও শিক্ষনীয় করে তুলতে চাই।'
রবিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই জুটির বিয়ে নিয়ে রিপোর্ট করে। ম্যাকেঞ্জির অ্যামাজন বায়োগ্রাফিতে লেখা রয়েছে, 'সিয়াটলে তিনি স্বামী ড্যান এবং চার সন্তান নিয়ে বসবাস করেন।'
২০১৯ সালে ডিভোর্সের মাধ্যমে বেজোসের সাথে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে স্কটের। ধনকুবেরের সঙ্গে বিবাহবিচ্ছেদে স্কট বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নেন। ফোর্বসের তথ্যানুযায়ী ডিভোর্সের পর বেজোসের কাছ থেকে অ্যামাজনের এক-চতুর্থাংশ শেয়ারসহ স্কটের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এখন ৫৩ বিলিয়ন ডলার।
নিজের সম্পদের সিংহভাগ বিলিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে স্কট ইতিমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন। গত ডিসেম্বরেই তিনি ৩৮৪ টি সংগঠনের মধ্যে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার দান করেছেন।
'গিভিং প্লেজ' এর ওয়েবসাইটে স্কট জানিয়েছেন তার মানবসেবামূলক কর্মকান্ডের পরিকল্পনার কোন পরিবর্তন ঘটেনি।
স্কট বলেন, 'আমার মানুষের জন্য করার কাজ চলতেই থাকবে। এ কাজে সময় ও পরিশ্রম লাগবে জানি। কিন্তু আমি থেমে থাকব না, যতদিন পর্যন্ত আমার কোষাগার খালি না হবে ততদিন পর্যন্ত দান করেই যাব।'
স্কটের স্বামী জেওয়েটও জানিয়েছেন যে তিনিও স্ত্রীকেই অনুসরণ করবেন। জেওয়েটও নিজের অধিকাংশ সম্পদ বিলিয়ে দেয়ার কথা ভাবছেন।
গিভিং প্লেজ এর পোস্টে জেওয়েট লিখেন, 'আমি সারা জীবন শিক্ষক হিসেবে কাজ করেছি। আমার যখন সময় আসবে সব সম্পদ বিলিয়ে দিয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করব।'
- সূত্র: সিএনএন