আগামী বাজেট হবে দরিদ্রবান্ধব: অর্থমন্ত্রী
করোনার ফলে বিপর্যস্ত জনজীবনের বিষয় মাথায় রেখে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট দরিদ্রদের জন্য নিবেদিত থাকবে জানিয়ে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গরীব মানুষদের প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়ন করা হবে। নতুন অর্থবছরে মানুষের জীবন-জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, গরীব মানুষদের দারিদ্রতা থেকে বের করে আনাই সরকারের উদ্দেশ্য।
"আমরা এমন সব পদক্ষেপ নিচ্ছি, যাতে দরিদ্ররা দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠে আসবে। আর অতি দরিদ্ররা দরিদ্র হবে।"
দুই বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডি মঙ্গলবার এক জরিপ প্রতিবেদন প্রকাশ করে জানায়, করোনাকালে দেশের ২.৪৫ কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছে এবং শহর ও গ্রামঞ্চলে মানুষের ঋণের পরিমাণ হয়েছে প্রায় দ্বিগুণ।
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এসব গবেষণার তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পর্যবেক্ষণ করবে। বিবিএস নিজেরাও দারিদ্র হার নিয়ে অ্যাসেসমেন্ট করবে, আমরা সেটি গ্রহণ করবো। তবে বিবিএস এখনও এ ধরণের কোন কিছু করেনি।"