বাসায় তেলাপোকা ছাড়তে দিলে ২ হাজার ডলার!

নিজের বাসায় ১০০টি তেলাপোকা ছাড়তে দিলে বিনিময়ে বাড়ির মালিকদের ২হাজার ডলার (১ লাখ ৮৮ হাজার টাকা প্রায়) দিচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি কোম্পানি। খবর ইনসাইডারের।
পেস্ট ইনফরমার নামের কোম্পানিটি পোকা-মাকড় দমনের তাদের নিজস্ব পদ্ধতি কতোটা কার্যকর তা পরীক্ষা করে দেখতেই অফারটি দিচ্ছে।
গবেষণাটির জন্য পাঁচ-সাতটি বাড়ির মালিককে বেছে নেওয়া হবে।
অফারটি পাওয়ার জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে কোম্পানিটি।
বাড়ির মালিক হতে হবে বা মালিকের থেকে লিখিত অনুমতি নিতে হবে। ২১ বছর বা ততোর্ধ বয়সী হতে হবে। যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। আর পরীক্ষা চলাকালীন সময়ে অন্য কোনো উপায়ে তেলাপোকা দমনের চেষ্টা করা যাবে না।
মোট ৩০ দিন ধরে চলবে পরীক্ষা। মানুষ ও পোষা প্রাণীর জন্য নিরাপদ এমন উপায়ে তেলাপোকা দমনের পরীক্ষা চালাতেই এ পরীক্ষা করছে কোম্পানিটি।