কত আয় থাকলে ইউরোপে নিজেকে ধনী দাবি করতে পারবেন?
মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে, 'আমি আসলে কতটা ধনী? 'অন্যদের চাইতে আমার আর্থিক অবস্থা কতটা ভালো? আমি কি আমার বয়সী গড়পড়তা বাকিদের তুলনায় কম উপার্জন করছি? নাকি বেশি উপার্জন করছি?' এরকম নানা প্রশ্ন কমবেশি সবার মনেই উঁকি দেয়।
সম্প্রতি স্বাধীন সংগঠন L'Observatoire des Inégalités ফরাসি সমাজের বৈষম্য নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে। ঠিক কী পরিমাণ টাকা থাকলে আপনি নিজেকে ধনী বলতে পারবেন, তার একটি সংজ্ঞা নির্ধারণ করেছে তারা।
সংগঠনটির ভাষ্যে, নিজেকে ধনী বলতে চাইলে একজন ব্যক্তির অবশ্যই মাসিক সর্বনিম্ন ৩,৬৭৩ ইউরো আয় থাকতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ৬১ হাজার টাকার সামান্য বেশি। বলে রাখা ভালো, আয়ের এই অংকটি গড়পড়তা ফরাসি নাগরিকের (যা সংখ্যায় ৪.৫ মিলিয়ন) মাসিক আয়ের দ্বিগুণ।
অন্যদিকে, ১৪ বছরের কম বয়সী দুই সন্তানসহ কোনো দম্পতির মাসিক সমন্বিত আয় যদি হয় ৭,৭১৩ ইউরো ( ৭ লাখ ৫৮ হাজার), তাহলে তাদেরকে ধনী হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে।
তবে ২০২০ সালে যখন এই গবেষণা পরিচালনা করা হয়েছিল, তখন মাসিক আয়ের অংক খানিকটা কম ছিল। সেসময় ধনী তকমা পাওয়ার জন্য মাসিক ৩,৪৭০ ইউরো আয় থাকতে হতো।
আবার, কর প্রদানের পরেও যদি কারো মাসিক আয় হয় ৭১৮০ ইউরো ( ৭ লাখ ৬ হাজার টাকা), তাহলে তাকে 'সুপার রিচ' হিসেবে ধরা হবে। ধারণা করা হচ্ছে, মোট জনসংখ্যার ১ শতাংশ এই সুপার রিচ শ্রেণীর অন্তর্ভুক্ত। এই মুহূর্তে ফ্রান্সের সবচেয়ে ধনী অধিবাসীরা অন্যদের তুলনায় একটু বেশি বয়স্ক (গড়ে ৫৭ বছর বয়সের উর্ধ্বে)। তারা নিজেদের সম্পত্তি দেখাশোনা করেন এবং তাদের সন্তানেরা আর তাদের সাথে থাকেন না।
প্রসঙ্গত, এই মুহূর্তে ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বিশ্বের সর্ববৃহৎ বিলাসপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এলভিএমএইচ- এর প্রেসিডেন্ট বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পদের পরিমাণ ফ্রান্সের দ্বিতীয় বৃহৎ শহর মার্শেই এর মোট সম্পত্তির সমান!
যেহেতু গবেষণায় ধনী হিসেবে দাবি করার একটা পরিমাপক দেওয়াই হয়েছে, এবার নিজেই হিসাব করে নিন আপনি কোন শ্রেণীর!
সূত্র: ফোর্বস