কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক
মাসখানেক আগে কুমিরের আক্রমণের শিকার হন অস্ট্রেলিয়ার এক কৃষক। কিন্তু ঘাবড়ে না গিয়ে কুমিরের সঙ্গে লড়াই শুরু করেন তিনি। শক্তিতে পেরে না উঠতে পারলেও বুদ্ধির জোরে ঠিকই কুমিরটিকে পরাস্ত করতে সক্ষম হন তিনি। ততক্ষণে কুমিরের কামড়ে বেশ আহতও হয়েছেন তিনি। এজন্য অবশ্য এক মাস হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। খবর বিবিসির।
এই কৃষকের নাম কলিন ডেভেরক্স। তিনি কুমিরের আক্রমণের শিকার হওয়ার পরও বেঁচে থাকতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছেন।
গবাদিপশুর খামারি কলিন গত মাসে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নোনা পানির ৩.২ মিটার (১০ ফুট) লম্বা একটি কুমিরের আক্রমণের শিকার হয়েছিলেন। কুমিরের মুখে পড়ার গল্প শোনাতে গিয়ে তিনি জানান, তিনি যখন ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য বিলাবং (হ্রদ) এর তীর দিয়ে যাচ্ছিলেন, তখন পানিতে মাছের সাঁতার কাটা দেখে দাঁড়িয়ে যান। তিনি ঘুর্ণাক্ষরেও টের পাননি যে সেখানে একটি কুমির ওঁৎ পেতে বসে আসে। কলিন যখনই সামনের দিকে পা বাড়ালেন, ঠিক তখন কুমিরটি তার ডান পা কামড়ে ধরে। তারপর তাকে টেনেহিঁচড়ে পানিতে নিয়ে যেতে থাকে।
বিচলিত না হয়ে প্রাণে বাঁচার জন্য কলিন বাম পা দিয়ে প্রথমে কুমিরটির পাঁজরে লাথি মারার চেষ্টা করেছিলেন। কিন্তু এতে ব্যর্থ হওয়ার পর তিনি কুমিরটির চোখের পাতায় বার বার কামড়াতে শুরু করেন। তখন কুমিরটি তাকে ছেড়ে দেয়। তিনি লাফ দিয়ে ডাঙায় ওঠেন এবং এরপর বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে ছুটতে থাকেন। কুমিরটি প্রায় চার মিটারের মতো দূরত্ব পর্যন্ত কলিনকে তাড়া করেছিল। এরপর সে চলে যায়।
কুমিরের কামড়ে কলিনের পা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। সেটি বন্ধ করতে কিছু দড়ি দিয়ে ক্ষতস্থানে তোয়ালে বেঁধে ফেলেন তিনি। তারপর বাড়িতে পৌঁছালে তার ভাই তাকে রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
কলিন বলেন, "যদি কুমিরটি আমার শরীরের অন্য কোথাও কামড় দিত তাহলে হয়ত পরিস্থিতি অন্য রকম হতো...আমি জলাভূমির দেশটির চারপাশে দীর্ঘকাল ধরে বেড়া ঠিক করে জীবনযাপন করছি। কিন্তু ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছে।"
স্থানীয় সরকারের মতে, নর্দার্ন টেরিটরিতে কুমির একটি গুরুত্বপূর্ণ শিল্পের ভিত্তি। কুমির সংরক্ষণের জন্য সেখানে আইন রয়েছে। এসব কুমির বৈজ্ঞানিক ও মানবিক আগ্রহের পাশাপাশি মূল্যবান পর্যটন আকর্ষণ হিসাবে বিবেচিত হয়।
গত এপ্রিলেও দেশটির কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক পেনিনসুলায় কেনেডি নদীতে কুমিরের আক্রমণের একটি ঘটনা ঘটেছিল।