নেপচুন ও তার বলয়ের চোখধাঁধানো ছবি পাঠাল জেমস ওয়েব টেলিস্কোপ
নেপচুনের নতুন ছবি তুলে পাঠিয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ছবিতে গ্রহটিকে ঘিরে রাখা বলয়ও ধরা পড়েছে।
গত ৩০ বছরে নেপচুনের এত স্পষ্ট ও ঝকঝকে ছবি আর পাওয়া যায়নি।
জেমস ওয়েবের পাঠানো নতুন ছবিগুলো নিয়ে তাই মহাকাশবিজ্ঞানীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
নেপচুন বিশেষজ্ঞ ও ওয়েব প্রকল্পের সঙ্গে যুক্ত হেইডি হ্যামেল বলেন, সর্বশেষ নেপচুনকে ঘিরে রাখা বলয় দেখা গিয়েছিল তিন দশক আগে, তা-ও অস্পষ্টভাবে।
পৃথিবী থেকে ৪৩০ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পুরু বরফের চাদরে মোড়া গ্রহটিতে নতুন করে আলোকপাত করেছে জেমস ওয়েব।
টেলিস্কোপের ছবিগুলোতে নেপচুনের বলয়গুলো খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। নেপচুনের ধূলির বলয়ও অস্পষ্টভাবে ফুটে উঠেছে জেমস ওয়েবের পাঠানো নতুন ছবিতে।
সর্বশেষ ১৯৮৯ সালে নাসার ভয়েজার ২ মহাকাশযানের তোলা ছবিতে গিয়েছিল নেপচুনের এই বলয়। তবে ৩০ বছর আগের ওসব ছবি ছিল খুব অস্পষ্ট।
শীতল, অন্ধকার নেপচুন আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। নেপুন ও তার প্রতিবেশী ইউরেনাসকে 'আইস জায়ান্ট'ও বলা হয়।
মহাকাশ থেকে নেপচুনকে গাঢ় বেগুনি রঙের দেখায়। সেইসঙ্গে গ্রহটির গায়ে এক ধরনের নীলচে আভাও দেখা যায়।
নেপচুনের বলয় নিয়ে বিজ্ঞানীদের বহুদিনের আগ্রহ। কিন্তু উপযুক্ত প্রযুক্তির অভাবে এত দূরের গ্রহটির চারপাশের বলয় ভালোমতো পর্যবেক্ষণ করা যায়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো স্পষ্ট ছবিগুলো নেপচুনের বলয় নিয়ে গবেষণাকে অনেক এগিয়ে দেবে বলে আশা করছেন গবেষকরা।
- সূত্র: সিএনএন