মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের ১ বিলিয়ন ডলারের শিল্পকর্মের সংগ্রহ নিলামে উঠছে

মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা, পল অ্যালেনের ১ বিলিয়ন ডলার সমমূল্যের শিল্পকর্মের সংগ্রহ ইতিহাসের সবচেয়ে বড় শিল্প নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স জানিয়েছে, প্রয়াত পল অ্যালেনের ইচ্ছা অনুযায়ী নভেম্বর মাসে প্রাপ্ত আয়ের পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হবে।
নিলামে বিগত ৫০০ বছরের বিখ্যাত ১৫০টি শিল্পকর্ম বিক্রি করা হবে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সংগ্রহের মধ্যে রয়েছে বত্তিচেল্লি, রেনোয়া, ডেভিড হকনি ও রয় লিকটেনস্টাইনের মতো শিল্পীদের বিখ্যাত কিছু শিল্পকর্ম। আরও আছে ফরাসি চিত্রশিল্পী পল সেজানের আঁকা 'মন্ত সেন্ত-ভিতোয়া', যার মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।
১৯৭৫ সালে নিজের বাল্যকালের বন্ধু বিল গেটসের সাথে মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন পল অ্যালেন। হজকিন লিম্ফোমা নামক বিরল ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর ১৯৮৩ সালে তিনি মাইক্রোসফট ছেড়ে আসেন। বিল গেটসের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটেছিল, যদিও তা পরবর্তীতে আবার ঠিক হয়েও যায়। ২০০০ সাল পর্যন্ত তিনি কোম্পানির বোর্ডে ছিলেন।

২০১০ সালে পল অ্যালেন প্রতিজ্ঞা করেন, মৃত্যুর পর নিজের সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। ফোর্বস ম্যাগাজিন সূত্র অনুযায়ী, সেসময় তিনি ছিলেন বিশ্বের ৩৭তম ধনী ব্যক্তি এবং সম্পদের পরিমাণ ছিল তৎকালীন ৮.৮ বিলিয়ন ডলার।
২০০৯ সালে পল অ্যালেন ক্যান্সারের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠলেও, পরে এই রোগ আবার তার শরীরে ফিরে আসে এবং ২০১৮ সালে একই রোগের জটিলতায় ৬৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে।
ক্রিস্টি'স এর সিইও গীয়ম চেরুত্তি বলেন, এরকম কোনো নিলামই আগে কখনো হয়নি। তার ভাষ্যে, "পল অ্যালেনের অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, তার অসামান্য গুণাবলি এবং কর্মবৈচিত্র্য আর নিজের সকল সম্পদ মানবসেবায় বিলিয়ে দেওয়া- সব মিলিয়ে এমন একটি অদ্বিতীয় ব্যাপার দাঁড়াবে যে পল অ্যালেনের সংগ্রহের শিল্পকর্মগুলোর নিলাম এক অভূতপূর্ব ঘটনা হয়ে থাকবে।"
পল অ্যালেনের বোন জোডি অ্যালেন বলেন, "এ শিল্পকর্মগুলো নিজস্ব রহস্যময়তা ও সৌন্দর্য্যের পাশাপাশি পল অ্যালেনের বিভিন্ন বিষয়ে আগ্রহের বৈচিত্র্যতা তুলে ধরে।"
সূত্র: বিবিসি