গতকাল পশ্চিমবঙ্গে ছিল ‘খেলা হবে দিবস’

'খেলা হবে'—বাংলাদেশের রাজনীতিবিদ ও সংসদ সদস্য শামীম ওসমানের জনপ্রিয় স্লোগান। তবে তার এই স্লোগানের জনপ্রিয়তা দেশেই আটকে থাকেনি, ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গেও।
শামীম ওসমানের এই 'খেলা হবে' স্লোগানের ঝড় ওঠে পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনেও। নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস স্লোগানটি রীতিমতো নিজেদের করে নিয়েছে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে এই স্লোগান নিয়েই লড়াইয়ে নেমেই জয়লাভ করে তৃণমূল।
এই দারুণ জনপ্রিয় স্লোগানটিকে আরও জনপ্রিয় করতেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে পালন করলেন 'খেলা হবে দিবস'।
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '১৬ অগস্ট খেলা হবে দিবস, ওই দিন খেলাধূলা করতে হবে। রাস্তায় নামতে হবে।'
এর আগে গত বছর বিধানসভা নির্বাচনে জেতার পরই মমতা 'খেলা হবে' দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন।
গত রোববার এক সভায় দিনটির কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেছিলেন, '১৬ অগস্ট খেলা হবে দিবস। খেলা হবে। সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন।'
সেই ঘোষণামতো ১৬ আগস্ট সকালে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, 'গত বছর এই দিনটা খুব ভালোভাবে পালন করা হয়েছিল। এ বছর আরও বেশি করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখতে চাই। তারাই উন্নয়নের সবচেয়ে সম্ভাবনাময় বাহক। আমি চাই এই দিনটা এ রাজ্যে তরুণ নাগরিকদের জেদ এবং আবেগের প্রকাশের প্রতীক হয়ে থাকুক।'
খেলা হবে দিবস উপলক্ষে তৃণমূল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মিছিল বের করে।
এছাড়া মমতার নির্দেশে ১৬ আগস্ট সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা