২৫ হাজার ডলারে বিক্রি হলো চীনের বেওয়ারিশ কুকুর
চীনের একটি বেওয়ারিশ কুকুর নিলামে ১ লাখ ৬০ হাজার ইউয়ান বা ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। কুকুরটি অনলাইন দুনিয়ায় রীতিমতো 'সেনসেশনে' পরিণত হয়েছে।
জাপানি শিবা ইনু জাতের কুকুরটির নাম দেং দেং। ৮ বছর বয়সী কুকুরটিকে একটি পোষা প্রাণী প্রশিক্ষণ কেন্দ্রে রেখে যান মালিক। দীর্ঘ ৭ বছরেও মালিক ফিরে না আসায় বেইজিংয়ের একটি আদালত কুকুরটিকে নিলামে তোলার নির্দেশ দেয়।
অনলাইন নিলামে তোলার পর কুকুরটিকে কিনতে মানুষের মধ্যে বেশ সাড়া পাওয়া যায়। নিলামে কুকুরটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৭৮ ডলার। তবে এর ৩২০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে কুকুরটি।
নিলাম শুরু হওয়ার পর ২৪ ঘণ্টা চলার কথা থাকলেও, দরদাতাদের আগ্রহে সময় বাড়ানো হয় আরো ৫ ঘণ্টা। মোট ৪৮০ জন দরদাতা সহ ১ লাখ ৬০ হাজারেরও বেশি দর্শক এই নিলামে অংশ নেন।
জানা যায়, দেং দেং-কে ৭ বছর ধরে প্রশিক্ষণ কেন্দ্রে রেখে দেওয়ায় ফি বাবদ জমা হয়ে যায় অনেক টাকা। ফলে কুকুরটিকে আশ্রয়দানকারী পোষা প্রাণী প্রশিক্ষণ কেন্দ্রটি টাকার জন্য মালিকের বিরুদ্ধে মামলা করে। কিন্তু আদালত মালিকের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। অবশেষে, প্রশিক্ষণ কেন্দ্রের ফি পরিশোধের জন্য অনলাইনে নিলামের বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালত।
কুকুরটির ভিডিওসহ বিজ্ঞাপনটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম 'উইবো'তে ছড়িয়ে পড়লে অনেকেই এর দুর্দশার জন্য সহানুভূতি প্রকাশ করে।
তবে নিলামে দেং দেং-এর ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
শিবা ইনু হলো অত্যন্ত চটপটে প্রজাতির কুকুর; এরা ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে। এদের পশম ছোট ছোট এবং মুখ অনেকটা শেয়ালের মুখের মতো।
সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ব বাজারে জাপানি শিবা ইনু জাতের শিকারি কুকুরের চাহিদা বেড়েছে। গত মাসে ধনকুবের ইলন মাস্ক তার শিবা ইনু জাতের কুকুরছানা ফ্লোকির একটি ছবি শেয়ার করেন।
- সূত্র-বিবিসি