সাহায্যের হাত
জঙ্গলে একটা অগভীর নদী, তার মাঝে আটকা পড়েছে একজন মানুষ। আর এর মধ্যেই এক অবিশ্বাস্য ছবি দেখা গেল। গাঢ় খয়েরি রঙের একটা ওরাংওটাং এসে হাত বাড়িয়ে দিয়েছে মানবসন্তানটির দিকে, তাকে বাঁচাতে চাইছে সে।
ইন্দোনেশিয়ার বোর্নিও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে ছবিটি তোলা হয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ছবিটি তোলেন অনিল প্রভাকর। অনিল তার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান এই বনে, তখনই হৃদয়স্পর্শী এই দৃশ্যের মুখোমুখি হন তিনি।
বোর্নিওর ওরাংওটাং সংরক্ষণ কেন্দ্রে কাজ করেন নাম না জানা ওই মানুষটি। নদীতে বিষাক্ত সাপের সন্ধানে গিয়েছিলেন তিনি। ঐ এলাকায় বসবাস করা ওরাংওটাংদের সুরক্ষা দেওয়ার জন্য সাপের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে কাজ করেন তিনি। আর ওরাংওটাংটাও বোধহয় বুঝতে পেরেছিল এ কথা, আর তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার দিকে।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বেশ মজার মজার কমেন্টও করে অনেকে। কেউ বলেছেন, ‘সত্যিই, কি দারুণ! মনকে ছুঁয়ে যায়’।