শকুন মৌমাছি: অমৃত না, মৃত মাংসই যাদের পছন্দ
মৌমাছি আমাদের বেশ কাছের পতঙ্গ। ক্ষুদ্র, উপকারী ও পরিশ্রমী এই পতঙ্গ ফুল থেকে রস সংগ্রহ করে ভবিষ্যতের জন্য মধু জমা করে মৌচাকে। কিন্তু মধু আহরণকারী মৌমাছি পচা মাংস বা আবর্জনা খায়, এটা শুনেছেন কখনো?
হ্যাঁ, বিজ্ঞানীরা এমন শকুনরূপী মৌমাছির সন্ধানও পেয়েছেন।
কয়েক দশক আগে কীটতত্ত্ববিদরা মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার গহীন রেইনফরেস্টে প্রথম তিনটি মৌমাছির প্রজাতি খুঁজে পান, যারা অমৃতের চেয়ে মৃত মাংস ও আবর্জনা খেতে বেশি পছন্দ করে।
সম্প্রতি এ প্রজাতিদের উপর হওয়া এক গবেষণায় দেখা গেছে, শকুন ও হায়েনাদের অন্ত্রে যেমন ব্যাকটেরিয়া থাকে, এই মৌমাছিদের অন্ত্রেও তেমন ব্যাকটেরিয়া রয়েছে। তাই এদেরকে 'শকুন মৌমাছি' হিসেবেই ডাকছেন বিজ্ঞানীরা।
গবেষণায় উঠে এসেছে, এসব মৌমাছি সাধারণত অ্যাসিডযুক্ত পরিবেশে বেড়ে উঠে।
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, খাদ্যাভ্যাস অস্বাভাবিক হলেও শকুন মৌমাছিরাও কিন্তু অন্য মৌমাছির মতোই মধু উৎপাদন করে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের পিএইচডি শিক্ষার্থী জেসিকা ম্যাকারো বলেন, আসল মৌমাছিদের চেনার সবচেয়ে সহজ উপায় হলো, এরা নিরামিষভোজী। তাদের ফুল-ফলের প্রতি আগ্রহ থাকে।
অন্যদিকে, ভিমরুল শুধু তাজা মাংস খেয়ে থাকে। ভিমরুলের মতো শকুন মৌমাছিরাও মাংস খায়। কিন্তু সেগুলো সাধারণত মৃত প্রাণীর মাংস, যাতে মারাত্মক ব্যাকটেরিয়া ও অন্যান্য বিষাক্ত যৌগ থাকে। যে কারণে এসব মৌমাছির দেহেও ব্যাকটেরিয়াগুলো বিরাজ করে।
সূত্র: অডিটি সেন্ট্রাল।