লকডাউনে ৩৬ ঘণ্টায় ৮০ কি.মি. হাঁটলেন যুবক

ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এরই মধ্যে বাড়ি ফেরার তাড়নায় এক পাগলাটে কাজ করলেন ২০ বছর বয়সী যুবক। হেঁটে হেঁটে ৩৬ ঘণ্টায় পাড়ি দিলেন ৮০ কিলোমিটার পথ। বাড়ি পর্যন্ত অবশ্য পৌঁছতে পারেননি তিনি। উত্তরপ্রদেশের পুলিশ বাধা হয়ে সামনে দাঁড়িয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পরই জানিয়ে দিয়েছিলেন, বাড়ি থেকে খুব প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হতে পারবে না। জরুরি সার্ভিস ছাড়া দেশে মিলবে না কিছুই। তাই যে যেখানে রয়েছেন, সেখানেই থাকতে হবে ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু সেসব কানে তোলেননি লখনৌর ওই যুবক।
তার নাম অবধেশ কুমার। কাজ করেন উন্নাও জেলার এক স্টিল ফেব্রিকেশন কোম্পানিতে। লকডাউন ঘোষণা হওয়ার পর কোম্পানির ম্যানেজার তাকে ছুটি দিয়ে চলে যেতে বলেন। কোথায় যাবেন তিনি? উপায় না দেখে পায়ে হেঁটেই ফিরছিলেন বারাবাঁকি জেলায় গ্রামের বাড়িতে।
৩৬ ঘণ্টা হাঁটা পথে মাত্র কয়েকবার থেমেছেন অবধেশ। মনে মনে হিসেব কষে নিয়েছিলেন, ওইভাবে হাঁটতে থাকলে বৃহস্পতিবার ভোরে ঠিকই বাড়ি পৌঁছে যাবেন। তার আগেই বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে অবধেশ নলেছেন, ইচ্ছা করে নয়, বরং বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন তিনি।কারখানার ম্যানেজার ছুটি দিয়ে বলেছিলেন, সেখানে কারও থাকা চলবে না। তাই নিরুপায় হয়ে, রাস্তায় যানবাহন না পেয়ে বাড়ির পথে হাঁটা দিয়েছিলেন তিনি। তবে তিনি একা নন, ওই কোম্পানির একসঙ্গে তারা ২০ শ্রমিক হেঁটেই যে যার পথে বাড়ি ফিরতে চেয়েছিলেন।
অবধেশ ক্ষোভের সঙ্গে বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার সকলকে প্রতিশ্রুতি দিয়েছে, দেশের এই বিপদের সময়ে তারা কাউকে না খেয়ে মরতে দেবে না। অথচ এই শ্রমিকদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়নি।
তিনি বলেন, 'কোম্পানি ছুটি দিয়ে দেওয়ার পর আমাদের মতো শ্রমিকদের রাতে থাকার মতো আশ্রয়ও নেই।'