লকডাউনে বেড়েছে খেলনা বিক্রি: লেগো
ড্যানিশ খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'লেগো' গত বুধবার জানায়, লকডাউনের সময় মানুষ দীর্ঘদিন ঘরে থাকায় খেলনার চাহিদা বেড়েছে। এ বছরের প্রথম ছয় মাসেই প্রতিষ্ঠানটি গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি বিক্রি করে।
২০১৭ সাল থেকেই খেলনার বাজারে প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি হয়েছে। প্লাস্টিকের রঙিন ব্লক ব্রিকের জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত। বার্বিডল প্রস্তুতকারী 'ম্যাটেল অ্যকন্ড হাসব্রো' লেগোর অন্যতম প্রতিদ্বন্দ্বী।
লেগোর প্রধান কার্যনির্বাহী নেইলস ক্রিস্টিয়ানসেন এক সাক্ষাৎকারে বলেন, 'লকডাউনের সময় মানুষ ঘরে পরিবারের সাথে বেশি সময় কাটানো শুরু করে, ব্লক ব্রিকসহ একসঙ্গে নানারকম ঘরোয়া খেলাধুলা করে। এখানেই আমরা বড় সুযোগ লক্ষ করি। মানুষ স্কুল, কলেজ, অফিসে যাওয়া শুরু করলেও, বছরের শেষার্ধে এই ব্যাপারটি কমেনি।'
লেগো গতবছর ই-কমার্স ও তাদের ওয়েবসাইটে বিনিয়োগ করে। ২০২০ সালের প্রথম ছয় মাসেই ১০০ মিলিয়নের বেশি মানুষ ওয়েবসাইটে প্রবেশ করে।
চীন ও মেক্সিকোতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় লেগো।
লকডাউনে অনলাইনে বিক্রয়ের কারণে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাওয়া ৬১৬টি দোকানকে যথাযথ ক্ষতিপূরণও দেয় লেগো। তবে বর্তমানে প্রায় সবগুলো দোকানই আবার খুলে গেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
- সূত্র: রয়টার্স