রাস্তায় যমরাজ, মাস্ক না পরলেই মুগুরের মার

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে টানা লকডাউন। এরইমধ্যে সুযোগ পেলেই ঘরের বাইরে বেরিয়ে আসছেন অনেক মানুষ। তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। বুঝিয়ে-শুনিয়ে, এমনকি কঠোর হয়ে ঘরে রাখা যাচ্ছে না কিছু নাছোড়বান্দা ও অসতর্ক নাগরিককে।
বাইরে বের হলে নিজের ও অন্যের সুরক্ষার জন্য মাস্ক পরা যে বাধ্যতামূলক, এ নিয়মও মানছেন না অনেকে।
পুলিশ পারছে না বলে এবার ডাক পড়ল যমরাজের! হাতে মুগুর নিয়ে দিব্যি কলকাতার রাস্তায় চষে বেড়াচ্ছেন তিনি। মাস্ক ছাড়া কাউকে দেখলেই দেখাচ্ছেন ভয়, মাথায় বসিয়ে দিচ্ছেন মুগুরের বাড়ি! প্রশাসনের আশা, ভয় থেকে হোক কিংবা ভক্তি থেকে, তার কথা হয়তো শুনবেন সাধারণ মানুষ।
আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপির একগুচ্ছ ছবি অবলম্বনে, হিন্দুস্থান টাইমসের সৌজন্যে যমরাজের কীর্তি দেখা যাক:




