মুখে কৈ নিয়ে মাছ ধরার সময় গলায় আটকে প্রাণটাই গেল

চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় পুকুরে মাছ ধরার সময় গলায় কৈ মাছ আটকে তৌফিক মোহাম্মদ ওসমানী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত তৌফিক মোহাম্মদ চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী এলাকার ওসমান গনির ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নিহতের পরিবারের বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তৌফিক সকাল থেকে পুকুরে মাছ ধরছিলেন। একটি মাছ ধরে মুখে নিয়ে তিনি আরেকটা মাছ ধরার জন্য ডুব দিয়েছিলেন। এ সময় মাছটি তার গলায় ঢুকে পড়ে। এরপর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তৌফিক মোহাম্মদ ওসমানী নামে আমার ইউনিয়নের এক ব্যক্তি গলায় মাছ আটকে মারা গেছে বলে শুনেছি। তবে এখনও ঘটনার বিস্তারিত জানা যায়নি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তৌফিক মোহাম্মদের স্বজন মো. মিল্টন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমার জেঠাতো ভাই পুকুরে মাছ ধরা শুরু করে। এক পর্যায়ে তার গলায় একটি কৈ মাছ আটকে যায়। উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।